ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে বিষাক্ত মদ্যপানের কারণে গত তিন দিনে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
রাজ্যের সিওয়ান জেলাতেই শুধু ১৫ জন এবং সারন জেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বেআইনি মদ খেয়ে মৃত্যু ও নিহতের সংখ্যা নিশ্চিত করে বিহার পুলিশের মহাপরিচালক অলোক রাজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেআইনি মদ সরবরাহের অভিযোগে এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, স্থানীয় কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমের খবরে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে বলে দাবি করা হয়েছে।
২০১৬ সালের এপ্রিল মাসে বিহারকে ‘ড্রাই স্টেট’ ঘোষণার পর থেকে বিহারে মদ বিক্রি ও সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও বেআইনি উপায়ে মদ বিক্রি অব্যাহত রয়েছে। এর আগেও রাজ্যটি থেকে একই ধরনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
২০২৩ সালের এপ্রিলে বিহারের মোতিহারি জেলায় ভেজাল মদ্যপানে ২৬ জনের মৃত্যু হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে ছাপরা জেলায় ৭১ জন প্রাণ হারান। ওই বছরের মার্চে বাঁকা জেলায় আরও ১২ জন এবং ২০২১ সালের নভেম্বরে গোপালগঞ্জ, বেত্তিয়া ও মুজাফফরপুর জেলায় ৪৩ জনের মৃত্যু হয়।