ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধসে অন্তত পাঁচ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছের আরও অন্তত তিনজন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে প্রায় ২৪৩ কিলোমিটার উত্তর-পূর্বে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ এলাকার কেদারনাথ ধাম রোডে প্রবল বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা শ্যাম সিং রানা বলেন, ‘এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছে এবং আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কেদারনাথ রুটে চলাচলকারী যাত্রীদের সন্ধ্যার পর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: ভারতের লখনৌতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮
খারাপ আবহাওয়া ও পাহাড়ের ঢাল থেকে পাথর সরে যাওয়ার কারণে সোমবার রাতে ওই এলাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে মঙ্গলবার সকালে ফের তা শুরু হয়।
কর্মকর্তাদের মতে, ক্রমাগত পাথর পড়ার কারণে বিপাকে পড়েছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ থাকতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।