ভারতের গ্যাংস্টার থেকে রাজনীতিতে পরিণত হওয়া আতিক আহমেদের ছেলে আসাদ উত্তর প্রদেশের ঝাঁনসিতে স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
আসাদের সঙ্গে নিহত গোলামও প্রয়াগরাজের উমেশ পাল হত্যা মামলায় ওয়ান্টেড ছিল বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এনএনআই।
তাদের প্রত্যেকের জন্য পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা ছিল।
দেশটির পুলিশের জানিয়েছে, তারা বিদেশি অস্ত্র উদ্ধার করেছে। ‘মাফিয়া থেকে রাজনীতিতে পরিণত হওয়া আতিক আহমেদের ছেলে আসাদ এবং গোলাম এস/ও মাকসুদান উভয়ই উমেশ পাল হত্যা মামলায় ওয়ান্টেড ছিল।
উত্তর প্রদেশ স্পেশাল টাস্কফোর্স জানিয়েছে, ঝাঁনসিতে ডিওয়াইএসপি নবেন্দু এবং ডিওয়াইএসপি বিমলের নেতৃত্বে ইউপিএসটিএফ দলের সঙ্গে সংঘর্ষে আতিক নিহত হন। এসময় অত্যাধুনিক বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে আজ সকালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সিজেএম আদালতে আনা হয়েছিল।