ভারতের পশ্চিমবঙ্গের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৭ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) সকালে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বীরভূমের ভাদুলিয়া গ্রামের গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের (জিএমপিএল) কোলিয়ারিতে এই বিস্ফোরণ ঘটেছে। নিহতের পাশাপাশি আরও অনেকে আহত হওয়ায় এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে।
এতে বলা হয়, খনির ভেতরে শ্রমিকরা কয়লা ভাঙার সময় এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতার কারণে নিহতদের দেহ মারাত্মকভাবে ছিন্নভিন্ন হয়ে গেছে। আটকে পড়া বাকি শ্রমিকদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কয়লা উত্তোলনের জন্য ব্যবহৃত বিস্ফোরণ প্রক্রিয়া চলাকালীন অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার বিষয়ে মনে করা হয় বিস্ফোরকগুলো একটি একক ট্রাকে ওভারলোড করা হয়েছিল, যা পরিবহনের জন্য দুটি ট্রাক ব্যবহারের স্বাভাবিক অনুশীলনের ব্যত্যয়। এর ফলে খনির নিরাপত্তায় গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে জিএমপিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তদন্ত শুরু করে।
প্রতিবেদনে বলা হয়, এই মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে কর্তৃপক্ষকে লাশগুলো সরাতে বাধা দিয়েছে। কয়লা খনি এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিপুল জনতা।