উত্তর প্রদেশ রাজ্য পুলিশের প্রধান ওপি সিং জানান, ওই রাজ্যে সর্বশেষ নিহতদের নিয়ে মোট সংখ্যা দাঁড়াল নয়জনে। ‘নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।
পুলিশ জানিয়েছে, শুক্রবারের পর থেকে রাজ্যে ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ হিসেবে ছয় হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা যারা ভারতে অবৈধভাবে অবস্থান করছেন তারা যদি দেখাতে পারেন যে ধর্মের কারণে নিজ দেশে নির্যাতিত হয়েছেন তবে তারা সে দেশের নাগরিক হতে পারবেন। তবে এ আইনটি মুসলমানদের জন্য প্রযোজ্য হবে না।
সমালোচকরা এটিকে দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তারা এটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকারের ভারতের ২০ কোটি মুসলমানকে প্রান্তিককরণের সর্বশেষ প্রয়াস হিসাবে অভিহিত করেছেন। তবে, মোদি আইনটিকে মানবিক হিসাবে ইঙ্গিত করেছেন।
এর আগে, শুক্রবার দেশটির রাজধানীসহ অন্যান্য বিভিন্ন শহরে ইন্টারনেট বন্ধ রাখার পাশাপাশি জনসমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই নয়াদিল্লিতে অবস্থিত ভারতের অন্যতম বড় মসজিদ জামা মসজিদের ভেতরে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এ সময় ভারতীয় পতাকা উত্তোলন করে তারা সরকার ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দেন।