মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি পুলিশ ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যের গুলিতে তারই অপর দুই সহকর্মী নিহত হয়েছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪৭২ কিলোমিটার উত্তর-পূর্বে বলরামপুর জেলার ভুতাহি মোড় এলাকার একটি পুলিশ ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটে।
এই ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর মামলা দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ছত্তিশগড় একটি নকশাল প্রভাবিত অঞ্চল। নকশালদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই রাজ্যে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।