ভারতে নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে দেশটির সাড়ে চার হাজারের বেশি আইনপ্রণেতা ভোট দিতে পারবেন।
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ও পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক গভর্নর জগদীপ ধনখার এবং সাবেক গভর্নর ও ফেডারেল মন্ত্রী মার্গারেট আলভা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস প্রেসিডেন্ট ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন যা সংসদের উভয় কক্ষের- রাজ্যসভা (উচ্চ কক্ষ) ও লোকসভা (নিম্ন কক্ষ)- সদস্যদের নিয়ে গঠিত।
ভাইস প্রেসিডেন্ট ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। তিনি রাজ্যসভার চেয়ারপার্সন এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
শনিবারের নির্বাচনে বিজয়ী বর্তমান ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর স্থলাভিষিক্ত হবেন যার পাঁচ বছরের মেয়াদ ১০ আগস্ট শেষ হবে।