৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় দিবসের ছুটির সময় ভিয়েতনামে মোট ২৫৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১২৪ জন নিহত ও ১৯৩ জন আহত হয়েছে।
ভিয়েতনামের ন্যাশনাল ট্রাফিক সেফটি কমিটি বুধবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
কমিটির তথ্যানুসারে, এই সংখ্যা গত বছরের ছুটি চলাকালে ঘটনা দুর্ঘটনা ও হতাহতের চেয়ে কম। গত বছরের ছুটির তুলনায় এবছর দুর্ঘটনা ও প্রাণহানি কমেছে যথাক্রমে ৯ দশমিক ৮২ শতাংশ ও ২২ দশমিক ৫০ শতাংশ। তবে আহতের সংখ্যা বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ।
আরও পড়ুন: ভিয়েতনামে কারাওকে বারে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৩২
বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে সড়কে যাতে ১২৩ জন নিহত হয়েছে।
কমিটি জানিয়েছে, উল্লিখিত সময়কালে পুলিশ দেশব্যাপী ৬০ হাজার ৩৭১টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় ২৫ হাজার ৮৯৪টি বেশি।