মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ছাড়িয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দিনের মাঝামাঝিতে হওয়া এই ভূমিকম্পের পরের দিনও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর মান্দালয়ে সবচেয়ে বেশি আঘাত হেনেছে ভূমিকম্প, কেন্দ্রস্থলও সেখান থেকে বেশি দূরে না। এতে সেখানকার বহু ভবন মাটিতে ধসে পড়েছে।
ভূমিকম্প পরবর্তীতে বেশ কয়েকটি আফটারশক (পরাঘাত) হয়েছে। এরমধ্যে একট আফটারশক ছিল ছয় দশমিক চার মাত্রার। মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, ‘এখন পর্যন্ত এক হাজার দুজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়াও দুই হাজার ৭৭৬ জন আহত হয়েছেন। ৩০ জনের হদিস পাওয়া যায়নি।’ হাতহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।