দুই সপ্তাহের অবরোধের পর শনিবার (২১ অক্টোবর) মানবিক সাহায্য নিয়ে ২০টি ট্রাক রাফাহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে।
এটি অবরুদ্ধ উপকূলীয় ছিটমহল গাজা ও মিশরের মধ্যে একমাত্র সীমান্ত ক্রসিং।
লাইফ মেকার্স ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা আয়া আহমেদ সিনহুয়াকে বলেন, ট্রাকগুলোতে মিশরের ন্যাশনাল অ্যালায়েন্স ফর সিভিল ডেভেলপমেন্ট ওয়ার্ক এবং মিশরীয় রেড ক্রিসেন্টের দান করা চিকিৎসা সহায়তার সরঞ্জাম ছিল।
সিনহুয়াকে পাঠানো এক বিবৃতিতে গাজায় হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ বলেছেন, ‘গাজা উপত্যকা যে মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এ ধরনের সীমিত সহায়তা তা মোকাবিলা করতে পারবে না।’
মারুফ বলেন, একটি নিরাপদ করিডোর প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে মানবিক সহায়তা এবং আহতরা উপযুক্ত চিকিৎসা সেবা পেতে পারে।
গত ৭ অক্টেবর সর্বশেষ হামাস-ইসরায়েল সংঘাত শুরু হয়েছে।
এদিন হামাস ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং গাজা উপত্যকাসংলগ্ন শহরগুলোতে আকস্মিক আক্রমণ শুরু করে। এরপর গাজায় ব্যাপক ইসরায়েলি বিমান হামলা শুরু হয়।
রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত উভয় পক্ষের ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।