মালয়েশিয়ায় বন্যার কারণে ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা পর্যন্ত বন্যায় দেশটির বিভিন্ন রাজ্যে অন্তত ৭ হাজার ৭৮০ জন বাস্তুচ্যুত হয়েছে।
মালয়েশিয়ার সমাজকল্যাণ বিভাগের তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেদাহ রাজ্য। সেখানে ৩৮টি বন্যা ত্রাণকেন্দ্রে ৬ হাজার ৫৮৮ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।
বন্যাকবলিত অন্যান্য রাজ্যের মধ্যে রয়েছে পেনাং, সেলাঙ্গর, পেরলিস ও উত্তরাঞ্চলীয় বোর্নিও রাজ্য সাবাহ।
দেশটির আবহাওয়া দপ্তর এর আগে সতর্ক করেছিল যে, দক্ষিণ-পশ্চিম বর্ষা মৌসুম চলছে এবং সেপ্টেম্বর পর্যন্ত খারাপ আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন: মালয়েশিয়া ভ্রমণ: জনপ্রিয় দর্শনীয় স্থান, ঘুরতে যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ