ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত চারজন নিহত হয়েছেন।
বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের ফলে রাস্তায় বন্যা দেখা দেয় এবং শহরটি স্থবির হয়ে পড়ে। তীব্র জলাবদ্ধতার কারণে বৃহস্পতিবার স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, আন্ধেরি পূর্ব শহরতলিতে ভারী বৃষ্টিপাতের কারণে উপচে পড়া নর্দমায় ৪৫ বছর বয়সী এক নারী ডুবে মারা গেছেন। তাকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। রায়গড়ের আরও এক নারী জলপ্রবাহে ডুবে মারা যান এবং কল্যাণে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
মুম্বাইয়ের কিছু অংশে প্রায় ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের ফলে সেখানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় যা যানজটের সৃষ্টি করে। ফলে শত শত যাত্রী রাস্তায় আটকা পড়েন। বৃষ্টির জেরে সেন্ট্রাল রেলওয়ে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। তবে বৃহস্পতিবার সকাল থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
ভারী বৃষ্টিপাতের ফলে বুধবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে আগত ১৪টি বিমানকে ফিরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানগুলোকে অবতরণের ছাড়পত্র দেওয়া হয়নি।