মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে গত ৯ সেপ্টেম্বর সহিংসতায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রেসেনসিও সান্দোভাল।
প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেস ওব্রাদরের নিয়মিত সংবাদ সম্মেলনে সান্দোভাল বলেন, সহিংসতা দমনে ফেডারেল সরকার ওই এলাকার নিরাপত্তা জোরদার করছে।
তিনি বলেন, কর্তৃপক্ষ অপরাধী সংগঠনের অন্তত ৩০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং ১১৫টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।
আরও পড়ুন: মেক্সিকোয় দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষে নিহত ১১
সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী দলগুলোর মধ্যে দেশটিতে সংঘর্ষের পর সহিংসতা ছড়িয়ে পড়ে, যার মধ্যে একটি ইসমায়েল ‘মায়ো’ জাম্বাদার নেতৃত্বে এবং অন্যটি ‘লস চাপিতোস’ এর নেতৃত্বে।
মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, তার প্রশাসন লড়াই দমন ও ওই এলাকার বাসিন্দাদের রক্ষায় কাজ করছে।
মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে সাংবাদিকদের তিনি বলেন, সিনালোয়ায় যা ঘটছে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।