যুদ্ধবিরতি আলোচনার মাঝেও লেবাননে ইসরায়েলের অনবরত হামলা প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি প্রচেষ্টাকে প্রত্যাখান করার সামিল বলে অভিযোগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।
শুক্রবার ভোরেও বৈরুতের দক্ষিণ শহরতলি এবং লেবাননের অন্যান্য অঞ্চলে বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি।
লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর প্রধান আরোলদো লাজারো সায়েঞ্জের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
মিকাতি বলেন, আগ্রাসনের পরিধি নতুন করে সম্প্রসারণ এবং (লেবাননের) বিভিন্ন শহর ও গ্রাম খালি করার জন্য জনগণকে বারবার হুমকি- ইসরাইলের যুদ্ধবিরতিতে পৌঁছানোর সব প্রচেষ্টা প্রত্যাখ্যান করারই একেকটি সূচক।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ গণমাধ্যমকর্মী নিহত
লেবাননের মন্ত্রিপরিষদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাবের প্রতি লেবাননের স্থায়ী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আগ্রাসন বন্ধ করার দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শুক্রবার ভোরে বৈরুতের দক্ষিণ শহরতলির বিভিন্ন এলাকা লক্ষ্য করে ধারাবাহিক সহিংস অভিযান চালানো হয়, লক্ষ্যবস্তু এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। হামলায় বেশ কয়েকটি ভবন মাটিতে মিশে যায় এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
এলনাশরা নিউজ ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, শুক্রবার দুপুরে ইসরায়েলি বাহিনী পূর্বাঞ্চলীয় বালবেক শহরেও ফের তীব্র বিমান হামলা শুরু করেছে।
বুধবার ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন কান টিভি একটি নথি প্রকাশ করেছে যা ইসরায়েল-হিজবুল্লাহর চলমান সংঘাত বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি খসড়া চুক্তি বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৪, আহত ১৯
ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে চ্যানেলটি জানিয়েছে, মার্কিন দূত আমোস হোচস্টেইনের তৈরি করা এবং ইসরায়েলে জমা দেওয়া খসড়ায় যুদ্ধ মন্ত্রিসভা সন্তুষ্ট এবং এটি গৃহীত হওয়ার সম্ভাবনা বেশি।