রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১১ আগস্ট) কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সেই স্মিরনভ নিজের টেলিগ্রাম চ্যানেলে এই খবর দিয়েছেন।
স্মিরনভ বলেন, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা পাওয়ার একটি ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ভবনের ওপর পড়লে আগুন ধরে যায়।
প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আগুন লাগলেও ভবনটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। অগ্নিকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর জানায়, ইউক্রেনীয় বাহিনী ক্রিমিয়া উপকূলের কাছে কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি দ্রুতগতির নৌকা ধ্বংস করে।
তাদের দাবি, ইউক্রেনীয় বাহিনী ১৮টি রুশ জাহাজে আঘাত হেনেছে, যেগুলোর মধ্যে ৯টি ধ্বংস হয়েছে।
আরও পড়ুন: কুরস্কে পারমাণবিক নিরাপত্তায় ইউক্রেন-রাশিয়াকে সংযত হওয়ার আহ্বান