ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ‘বেদনাদায়ক’ হলেও তা রুশ সামরিক বাহিনীকে থামানোর জন্য এখনও যথেষ্ট নয়।
এ সময় জেলেনস্কি ‘গণতান্ত্রিক বিশ্বের’ প্রতি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপ রুশ জ্বলানি সরবরাহের ওপর অনেকটা নির্ভর করে। এদিকে ভারতকে রুশ জ্বালানি ব্যবহার বাড়ানো থেকে বিরত রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার রাতে এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘সাধারণভাবে গণতান্ত্রিক বিশ্বকে অবশ্যই মেনে নিতে হবে রাশিয়ার জ্বালানি সম্পদের অর্থ আসলে গণতন্ত্রের ধ্বংসের জন্য অর্থ।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক বিশ্ব যত তাড়াতাড়ি স্বীকার করবে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা এবং তার ব্যাংকিং খাতের সম্পূর্ণ অবরোধ শান্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, তত তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে।’