ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ওলেকজান্ডার সিরস্কি বলেছেন, পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলের ৮২টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিজের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে সিরস্কি বলেন, কুরস্ক অঞ্চলে তাদের অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনীয় সেনারা রাশিয়ান সেনাবাহিনীর প্রতিরক্ষা বরাবর ৩৫ কিলোমিটার অগ্রসর হয়েছে এবং ১ হাজার ১৫০ বর্গকিলোমিটার অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ইউক্রেনীয় সেনারা কুরস্ক অঞ্চলে ৫০০ মিটার থেকে দেড় কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে।
আরও পড়ুন: বেলগরোদ অঞ্চলে রাশিয়ার জরুরি অবস্থা ঘোষণা
এদিকে, ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলের সুদজা শহর দখল করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ছয়টি হামলা সফলভাবে প্রতিহত করেছে। এছাড়া কুরস্কসহ বেশ কয়েকটি অঞ্চলে ইউক্রেনের ছোড়া ১১৭টি ড্রোন ও চারটি কৌশলগত ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কুরস্কে আগ্রাসনের সময় ইউক্রেনের প্রায় ২ হাজার ৩০০ সৈন্য এবং ৩৭টি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা।