বৃহস্পতিবার দেশটির সংসদের উচ্চ কক্ষকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ১৯৯০-এর দশকে হওয়া চুক্তি লংঘন করে চীন লাদাখে সেনা ও অস্ত্র জোগাড় করেছে এবং আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চলে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করছে।
‘এটা অগ্রহণযোগ্য এবং ভারত শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এর সমাধান করতে আগ্রহী,’ বলেন রাজনাথ সিং।
প্রায় এক সপ্তাহ আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার মস্কোতে মিলিত হয়েছিলেন এবং লাদাখে উত্তেজনা হ্রাসের বিষয়ে একমত হয়েছিলেন। তবে সংসদে দেয়া রাজনাথ সিংয়ের বক্তব্যে প্রতিয়মান হয়, উত্তেজনা হ্রাস পায়নি এবং এ প্রক্রিয়া দীর্ঘ হতে পারে।
সংসদে প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনের জবাবে ভারত পাল্টা সেনা মোতায়েন করেছে। তারা ‘চীন কর্তৃক সীমালংঘন প্রচেষ্টা ব্যর্থ করেছে’।
তিনি আরও বলেন, ‘আমাদের আত্মবিশ্বাসী হওয়া উচিত, আমাদের সশস্ত্র বাহিনী এ পরিস্থিতি সফলতার সাথে সামাল দেবে।’
চীনের সমালোচনা করে রাজনাথ সিং বলেন, চীনের কার্যাকলাপের সাথে তাদের কথার কোনো মিল নেই।