লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক-হারমেল প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার প্রদেশের গভর্নর বাচির খোদর এ তথ্য জানান।
সেখানকার বিভিন্ন শহর ও গ্রামে হতাহতের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, উদ্ধারকারী দলগুলো এখনও বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধান করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার দক্ষিণ ও পূর্ব লেবাননে ৪৮টি বিমান হামলা চালায়। এছাড়া দক্ষিণ লেবাননের ১৮টি সীমান্ত শহর ও গ্রাম লক্ষ্য করে প্রায় ১০০টি গোলা নিক্ষেপ করে।
আরও পড়ুন: হিজবুল্লাহর মিডিয়া প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, লেবানন সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে মধ্য ইসরায়েলের কিব্বুটজ হাটজোর আশদোদের কাছে অবস্থিত হাটজোর বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
হিজবুল্লাহর সঙ্গে সংঘাত বাড়িয়ে গত সেপ্টেম্বর থেকে লেবাননে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অক্টোবরের শুরুতে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে।