বালবেক শহর এবং পূর্ব লেবাননের আশপাশের শহর ও গ্রামগুলোতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত ও ৭২ জন আহত হয়েছেন। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
লেবাননের পূর্বাঞ্চলের সব গ্রাম ও শহর খালি করার আহ্বান জানিয়ে নাগরিকদের সতর্ক করার পর গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী সেখানে হামলা জোরদার করেছে।
বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বালবেক, আল-আলাক, ইউনিন, বদনায়েল, আল-বাজলিয়াহ, আমহাজ, আইয়াত, লাবওয়েহ, হারবাতা, নাহলে, তারায়া ও হাওশ আন নবী এলাকায়।
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। অক্টোবর মাসের শুরুর দিকে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে।