লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও দেশটির রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা অস্বীকার করেছে ইসরায়েল।
এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘যুদ্ধবিরতির খবর সত্য নয়।’
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় (লেবাননে) যুদ্ধবিরতির প্রস্তাবেও সাড়া দেননি নেতানিয়াহু।
আরও পড়ুন: মোসাদের সদর দপ্তরে হামলার দাবি হিজবুল্লাহর
বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘যুদ্ধবিরতি হবে না। বিজয় না আসা পর্যন্ত এবং উত্তরাঞ্চলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল।’