হিজবুল্লাহর ওপর ‘পূর্ণ শক্তিতে’ হামলা অব্যাহত থাকবে জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘কোনো যুদ্ধবিরতি হবে না।’
এ বিষয়ে মঙ্গলবার কাটজ বলেন, ‘লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না, কোনো অবকাশ নেই। (যুদ্ধের) লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লাহর ওপর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালিয়ে যাব।’
চলতি মাসের শুরুর দিকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া কাটজ বলেন, হিজবুল্লাহর পুনরায় অস্ত্রে সজ্জিত হওয়া ঠেকাতে যেকোনো যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করবে ইসরায়েল।
তিনি আরও জানান, (হিজবুল্লাহর বিরুদ্ধে) যুদ্ধের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, তাদের লিতানি নদীর ওপারে পাঠানো এবং (ইসরায়েলের) উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে প্রত্যাবর্তন নিশ্চিত করা।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ করলে দক্ষিণ-পূর্ব লেবাননে ইসরায়েলের পাল্টা গুলি ও বিমান হামলা চালায় ইসরায়েল। তার পর থেকে হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় তিন হাজারেরও বেশি লেবানিজ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেশটির ১৩ হাজারেরও বেশি নাগরিক।