ইসরায়েল ও লেবাননকে বিভক্তকারী বাফার জোন ব্লু লাইন বরাবর ক্রমবর্ধমান পরিস্থিতির অবনতি এবং শিশু ও নারীসহ বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সোমবার বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, গত বছরের অক্টোবরের পর থেকে ইসরায়েলের সবচেয়ে তীব্র বোমা হামলার মধ্যে হাজার হাজার মানুষ হতাহত ও বাস্তুচ্যুতির ঘটনায় জাতিসংঘ মহাসচিবও গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, মহাসচিব জাতিসংঘের কর্মীসহ ব্লু লাইনের উভয় পাশের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রাণহানির তীব্র নিন্দা জানিয়েছেন।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪৯২
বিবৃতিতে আরও বলা হয়, গুতেরেস অবিলম্বে উত্তেজনা প্রশমনের জরুরি প্রয়োজনীয়তার কথা এবং সব প্রচেষ্টা একটি কূটনৈতিক সমাধানের জন্য নিবেদিত হওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। সেইসঙ্গে বেসামরিক অবকাঠামো রক্ষা এবং সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে মহাসিচব জাতিসংঘের সকল কর্মী ও সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল পক্ষকে তাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ (২০০৬) রেজলুশনের পূর্ণ বাস্তবায়নে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানান।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৩৫ শিশু ও ৫৮ নারীসহ ৪৯২ জন নিহত এবং ১ হাজার ৬৪৫ জন আহত হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলের হামলার জবাবে শতাধিক রকেট নিক্ষেপ হিজবুল্লাহর
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি বলেছেন, লেবাননে বড় ধরনের বিমান হামলা চালানোর পর ‘পরবর্তী পর্যায়ের’ হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।