সুদানের মধ্যাঞ্চলের গেজিরা রাজ্যের রাজধানী ওয়াদ মাদানির একটি মসজিদে বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ওয়াদ মাদানি প্রতিরোধ কমিটি জানিয়েছে, রোববার সন্ধ্যায় নামাজের পর আল-ইমততিদাদ এলাকার শেখ আল জেইলি মসজিদ ও এর আশপাশের এলাকায় যুদ্ধবিমান থেকে বিস্ফোরক ব্যারেল ফেলে বোমা হামলা চালানো হয়।
এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে মন্তব্য আসেনি।
২০২৩ সালের ডিসেম্বরে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ওয়াদ মাদানি থেকে সরে যাওয়ার পর আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়।
২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে এসএএফ ও আরএসএফের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে বিধ্বস্ত সুদান।
১৪ অক্টোবর আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষে এ পর্যন্ত ২৪ হাজার ৮৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।