ভিয়েতনামের উত্তরাঞ্চলে শনিবার বিকাল থেকে সুপার টাইফুন ইয়াগির আঘাতে এ পর্যন্ত নয়জন নিহত ও ১৮৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ণ মন্ত্রণালয়।
গত ৩০ বছরের মধ্যে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাতে উপকূলীয় প্রদেশ কোয়াং নিনহের তিনজন, উত্তরাঞ্চলীয় হাই ডুয়ং প্রদেশে একজন, বন্দর নগরী হাই ফংয়ে একজন এবং উত্তরাঞ্চলীয় হোয়া বিন প্রদেশে চারজন নিহত হয়েছেন।
আহতদের মধ্যে কোয়াং নিনহের ১৫৭ জন, হাই ফংয়ের ১৩ জন, হ্যানয়ের ১০ জন, হাই ডুয়ংয়ের পাঁচজন এবং হোয়া বিনের একজন রয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বড় বড় ঢেউ ও প্রবল বাতাসে কুয়াং নিনহে ২৫টি চালকবিহীন জাহাজ, বিশেষ করে মাছ ধরার নৌকা ডুবে গেছে।
আরও পড়ুন: সুপার টাইফুন ‘ইয়াগির’ আঘাতের কারণে ৩০০ ফ্লাইট বাতিল করবে ভিয়েতনাম
টাইফুনের আঘাতে কিছু বৈদ্যুতিক ট্রান্সফরমার ও ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কোয়াং নিনহ, হাই ফং, থাই বিনহ, হাই ডুয়ং ও হ্যানয়ের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, টাইফুনের আঘাতে দেশটির উত্তরাঞ্চলে প্রায় ৩ হাজার ৩০০ ঘরবাড়ি, ১ লাখ ২১ হাজার ৫০০ হেক্টর ধান ও অন্যান্য ফসল, পাঁচ হাজার হেক্টরের বেশি ফলের গাছ এবং এক হাজারের বেশি অ্যাকুয়াকালচার খাঁচা ধ্বংস হয়েছে।
ন্যাশনাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ, প্রধানত ঝড়, ভূমিধস ও বন্যায় ১১১ জন নিহত ও নিখোঁজ হয়েছে।