ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার কংগ্রেসের এক জ্যৈষ্ঠ নেতা টুইটারে লেখেন, ৭৫ বছর বয়সী গান্ধী বর্তমানে রাজধানীতে হোম আইসোলেশনে রয়েছেন।
সাবেক ফেডারেল মন্ত্রী জয়রাম রমেশ লেখেন, ‘কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি সরকারি প্রোটোকল অনুযায়ী আইসোলেশনে থাকবেন।’
চলতি বছরের জুনেও গান্ধী করোনাভাইরাসের আক্রান্ত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এর আগে গান্ধীর ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কা কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন।