গাজা সিটিতে হামাসের বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রধান নিদাল আল-নাজারকে হত্যার দাবি করেছে ইসরায়েলে।
শুক্রবার (৬ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে বিমান অনুপ্রবেশের অন্যতম সংগঠক হিসেবে আল-নাজারকে চিহ্নিত করা হয়। তিনি ছিলেন মধ্য গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলাসহ ইসরায়েল ও আইডিএফ বাহিনীর ওপর হামলার মূল কারিগর।
আরও পড়ুন: ইসরায়েলের হামলায় হামাসের জেনিন প্রধান নিহত
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৮০জনে দাঁড়িয়েছে।