নতুন এ সেবায় নিয়ম মেনে অর্ডার দিলেই ক্রেতার বাসায় পৌঁছে যাবে পণ্য। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধমে পণ্যের মূল্য পরিশোধের সুবিধা রয়েছে। থাকছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ অন ডেলিভারির সুবিধা। সেই সাথে থাকছে পণ্য ভেদে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্রি হোম ডেলিভারি এবং ইএমআই সুবিধা।
রবিবার রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত ‘অনলাইন সেলস প্রোমোশন লঞ্চিং প্রোগ্রাম’-এ এসব কথা জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ‘ই-প্লাজা’ সেবা উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টরস ইভা রেজওয়ানা, এমদাদুল হক সরকার, এসএম জাহিদ হাসান, নজরুল ইসলাম সরকার, সিরাজুল ইসলাম, তানভীর রহমান ও মো. রায়হান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
অনুষ্ঠানে বাংলাদেশে অনলাইন সেলসের বর্তমান ও ভবিষৎ বাজার সম্ভাবনার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম।
ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্য আরও সহজলভ্য করে তুলতেই ই-প্লাজা চালু করা হয়েছে। তার প্রত্যাশা, এতে ক্রেতা সার্ভিস সহজতর হওয়ার পাশাপাশি ওয়ালটন পণ্যের বিক্রি আরও বাড়বে। আগামী বছর ই-প্লাজা সেবার মাধ্যমে ১০০ কোটি টাকার পণ্য বিক্রয়ের টার্গেট নির্ধারণ করেন তিনি।
প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম অঞ্চলের ১২টি প্লাজাকে ওয়ালটন ই-প্লাজা সেবার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত সব ওয়ালটন প্লাজা অনলাইন সেলস নেটওয়ার্কের আওতায় আসবে।