বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইসলামিক ফাইন্যান্সের বিস্তৃতির পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংকগুলো নামমাত্র লাভের মার্জিনে বিনিয়োগের মাধ্যমে যুব উদ্যোক্তাদের কর্মসংস্থানের জন্য উৎসাহিত করতে কাজ করতে পারে।
শনিবার মতিঝিলে ইসলামিক ফাইন্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স (বিআইআইএফ) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএফ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাবির অধ্যাপক মাহবুব আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সচিব ডক্টর মুহাম্মদ ফৌজুল কবির খান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ আবদুল মজিদ, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মাহমুদা আখতার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, বিআইআইএফ-এর প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম আব্দুল আজিজ প্রমুখ।
আরও পড়ুন: ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে বিবি’র পর্যবেক্ষক
ড. সালেহউদ্দিন বলেন, উচ্চ সুদ ও চক্রবৃদ্ধি সুদ উদ্যোক্তাদের জন্য বাধা হিসেবে কাজ করে। এ কারণেই ইউরোপ ও যুক্তরাষ্ট্রে গবেষণা প্যানেলসহ ইসলামিক অর্থায়নের জন্য আলাদা ইকুইটি সিস্টেম গঠন করা হয়েছে।
তিনি বলেন, অনেক ইসলামী ব্যাংক ও সাধারণ ব্যাংক আছে যারা ইসলামী ব্যাংকিং শাখা খুলেছে। কিন্তু জ্ঞান ও নিয়মনীতির অভাবে এখন পর্যন্ত বিশ্বমানের সঙ্গে মানসম্পন্ন ইসলামী ব্যাংকিংয়ে পিছিয়ে রয়েছে।
ড. সালেহউদ্দিন জোর দিয়ে বলেন যে ইসলামী ব্যাংকগুলো মানব কল্যাণে কাজ করে, বঞ্চিতদের জন্য সুযোগ সৃষ্টি করে এবং ইসলামী অর্থায়নের সামাজিক ন্যায়বিচারের অর্থে মানসম্পন্ন মানুষ গড়ে তোলে, যা ইসলামী অর্থের একটি মহান দর্শন।
আবদুল মজিদ বলেন, জ্ঞান ও মেধাবী মানব সম্পদের অভাব, ইসলামী অর্থায়ন সঠিকভাবে কাজ করতে পারে না এবং বিআইআইএফ-এর মতো প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকিং ও অর্থায়নের জন্য ডিপ্লোমা প্রোগ্রাম চালু করতে পারে।
আরও পড়ুন: ঋণ কেলেঙ্কারি সত্ত্বেও ২০২২ সালে পরিচালন মুনাফার শীর্ষে ইসলামী ব্যাংক
অধ্যাপক মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কারিকুলামে ইসলামিক ফাইন্যান্সিং অন্তর্ভুক্ত করা উচিত, কারণ দেশে ১২টি ইসলামী ব্যাংক রয়েছে এবং আরও কয়েকটি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা রয়েছে।
তিনি উল্লেখ করেন যে ‘বিশ্বখ্যাত কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক ফাইন্যান্সিং এবং ব্যাংকিং বিষয়ে বেশ কিছু ডিসিপ্লিন আছে, তাহলে বাংলাদেশে কেন নয়।’
ড. সালেহউদ্দিন অন্যান্য অতিথিদের সঙ্গে ভিআইআইএফ-এর উদ্বোধন করেন এবং ইসলামী ব্যাংকিং এর ওপর একটি বই উন্মোচন করেন।
আরও পড়ুন: ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসবে বিজয়ীদের মোটরসাইকেল প্রদান