ঈদুল ফিতরের আগেই শ্রমিকদের বেতন ও উৎসব বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
তাদের বকেয়া বেতন পরিশোধ এবং চাকরি থেকে ছাঁটাই ও নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয়।
আরও পড়ুন: ইউএসআইটিসির শুনানিতে তৈরি পোশাক শিল্পের অগ্রগতির কথা তুলে ধরেন বিজিএমইএ সভাপতি
শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে শ্রমিক সংগঠনটি।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ অন্যান্য নেতারা এতে বক্তব্য দেন।
শ্রম আইনে কার্যকর সংশোধনী এনে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েন তারা।
সংগঠনটি চার শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি এবং আইএলওর কনভেনশন অনুযায়ী তাদের পরিবারকে মানসম্মত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।
আরও পড়ুন: উচ্চমানের পণ্য বৈচিত্র্যকরণ এবং নতুন রপ্তানি বাজার অনুসন্ধানে জোর দিচ্ছে বিজিএমইএ