বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশ উচ্চমানের পণ্য বৈচিত্র্যকরণ এবং নতুন রপ্তানি বাজার অনুসন্ধানের ওপর আরও জোর দেওয়া উচিত।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর উত্তরায় বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেলের নেতৃত্বে তার কার্যালয়ে বিজিএমইএ সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যতের লক্ষ্য এবং প্রবৃদ্ধি ও উন্নয়নের সম্ভাব্য উপায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিজিবিএ’র নবনির্বাচিত কমিটিকে (২০২৪-২৬ মেয়াদের জন্য নির্বাচিত) উষ্ণ অভিনন্দন জানান।
আরও পড়ুন: বিজিএমইএ নির্বাচন-২০২৪: ভোট পড়েছে ৮৯ শতাংশ, গণনা চলছে
এসময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের নতুন নেতৃত্বে বিজিবিএ আরও শক্তিশালী হয়ে উঠবে এবং পোশাক শিল্পের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফারুক হাসান বিজিবিএ নেতৃত্বকে বাংলাদেশ থেকে পণ্য নিচ্ছেন না এমন নতুন ক্রেতাদের সঙ্গে সংযোগ গড়ে তোলার আহ্বান জানান।
সাক্ষাতে উভয় পক্ষই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তি হিসেবে তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেছে।
সম্মিলিত প্রচেষ্টার তাৎপর্যের ওপর জোর দিয়ে তারা এই শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা এবং গতিশীল ব্যবসায়িক পরিবেশের মধ্যে প্রতিযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
উভয় পক্ষই বাংলাদেশে একটি টেকসই পোশাক শিল্প গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. আব্দুল হামিদ পিন্টু, সহসভাপতি মোহাম্মদ মোরশেদ আলম ও এ কে এম সাইফুর রহমান, মহাসচিব জাকির হোসেন, যুগ্ম সম্পাদক এমদাদ উল হক মিয়াজী ও মো. রোমান মিয়া এবং কোষাধ্যক্ষ ফজলুল হক।
আরও পড়ুন: ইউএসআইটিসির শুনানিতে তৈরি পোশাক শিল্পের অগ্রগতির কথা তুলে ধরেন বিজিএমইএ সভাপতি