কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আহত ও নিহতদের জন্য গঠিত ফাউন্ডেশনকে ৫ কোটি টাকা অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক।
এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন এবং ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে বন্যাদুর্গতদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দেওয়া হবে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: এস আলম গ্রুপের সম্পদ কিনবেন না: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
এস আলম গ্রুপের তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক