এই উৎসব চলাকালীন ক্রেতারা দারাজ থেকে তাদের পছন্দসই পণ্য ক্রয় করতে পারবেন এবং একই সাথে উপভোগ করতে পারবেন বিশাল ছাড় থেকে শুরু করে কুপন ও ভাউচারের নানাবিধ সুবিধা।
এই ১২.১২ ক্যাম্পেইনে থাকবে বিভিন্ন প্রকার মেগা ডিলসহ ফ্ল্যাশ সেল, আই লাভ ভাউচার, হ্যাপি আওয়ার, শেক শেকের মতো দারুণ সব ফিচার এবং প্রি-পেমেন্ট ডিসকাউন্ট সুবিধা। গ্র্যান্ড ডিলগুলো উপভোগ করতে ক্রেতাদের কেবল দারাজ অ্যাপের ‘শপ নাও/ অ্যাড টু কার্ট’অপশন ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: দারাজ নিয়ে এলো ‘লুডু লাখপতি টুর্নামেন্ট’
শীতের পোশাক, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স সামগ্রী, ক্রস-বর্ডার প্রোডাক্ট ও গৃহসজ্জার বিভিন্ন পণ্য সাশ্রয়ী দামে ক্রেতাদের কাছে পৌঁছাতে ক্যাম্পেইনটি বিশেষভাবে ডিজাইন করা
প্রচারের বিবরণ এবং এর অফারগুলো সম্পর্কে আরও জানতে গ্রাহকরা নীচের লিঙ্কটি https://www.daraz.com.bd/12-12-sale/ দেখতে পারেন।
দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এ ক্যাম্পেইন সম্পর্কে বলেন, ‘এ বছর আমরা তৃতীয়বারের মতো ১১.১১ সেল আয়োজন করেছি এবং ক্রেতাদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। এ ক্যাম্পেইনে মাত্র ১৫ মিনিটে সাড়ে আট কোটি টাকা সমমূল্যের পণ্য বিক্রি হয়েছে। আর এটি সম্ভব হয়েছে গ্রাহকদের ধারাবাহিক আস্থা, মানসম্পন্ন পণ্য এবং দক্ষ বিতরণ প্রক্রিয়ার জন্য। এর ধারাবাহিকতায়, ১২.১২ ক্যাম্পেইন ক্রেতাদের বছর শেষের সেরা শপিং অভিজ্ঞতা প্রদান করবে বলে আমরা আত্মবিশ্বাসী।’
২০১৫ সাল থেকেই দারাজ বাংলাদেশ ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এবং এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে আলিবাবা গ্রুপ দারাজের শতভাগ শেয়ার কিনে নেয়। বিভিন্ন সময়োপযোগী ও উদ্ভাবনী প্রচারণার মাধ্যমে দারাজ দেশে অনলাইন শপিং অভিজ্ঞতার নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছে। ১২.১২ ক্যাম্পেইনটি প্রতিষ্ঠানটির ই-কমার্সের সাফল্যে নতুন মাত্রা যুক্ত করবে বলে আশা করা হচ্ছে।