নাটোরের নর্থবেঙ্গল সুগারমিলে অতিরিক্ত শ্রমিক-কর্মচারী পদায়নের প্রতিবাদে কাজ বন্ধ রেখে সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরের গারো কৃষকদের জুমের ফসল কাটায় বিক্ষোভ সমাবেশ
বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীদের অভিযোগ, নর্থবেঙ্গল সুগার মিলে ১ হাজার ২৩৮ জন শ্রমিক কর্মচারী কর্মরত রয়েছেন। এ অবস্থায় করপোরেশনের আদেশে অন্য মিল থেকে অতিরিক্ত আরও ৬১ শ্রমিক কর্মচারীকে এই মিলে পদায়নের আদেশ জারি করা হয়েছে।
এর ফলে অতিরিক্ত শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা টানতে গিয়ে মিলটিকে বিপুল লোকশানের মুখে পড়তে হবে। এরপর লোকশানের অজুহাতে নর্থবেঙ্গল সুগারমিল বন্ধ করার চেষ্টা করা হবে বলে সংশয় প্রকাশ করেন তারা।
আরও পড়ুন: ৫ মাস বেতন বন্ধের প্রতিবাদে কেসিসির পরিচ্ছন্ন কর্মীদের বিক্ষোভ
বিক্ষোভ ও সমাবেশে কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতারা ছাড়াও উত্তরবঙ্গ আখ চাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল অংশ নেন।