প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকতে পোশাক শিল্পে সহায়তা করার লক্ষ্যে উদ্ভাবন ও পণ্য বৈচিত্র্যকে তুলে ধরেছে টেক্সটাইল টুডে ইনোভেশন হাব (টিটিআইএইচ)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় আনুষ্ঠানিকভাবে একটি পূর্ণাঙ্গ ম্যানুয়েল উপস্থাপন করেছে টিটিআইএইচ; যা উদ্ভাবনী প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে।
শ্রম ব্যয় বৃদ্ধি, স্বল্প ব্যয়ের দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বৃদ্ধি, উচ্চ উৎপাদন ব্যয়, গ্যাস-বিদ্যুৎ সংকট, বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প এখন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
এক্ষেত্রে টিটিআইএইচ বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে উদ্ভাবনী কর্মকাণ্ড বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি এবং টেক্সটাইল টুডে ইনোভেশন হাব এবং ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনের (ডিটিজি) যৌথ উদ্যোগে আয়োজিত ইনোভেশন কনফারেন্স ২০২৪-এ টিটিআইএইচ 'ম্যানুয়াল ফর ইমপ্লিমেন্টেশন অব ইনোভেশন প্রজেক্টস' (এমআইআইপি) প্রকাশ করেছে।
এমআইআইপি স্ক্র্যাচ একটি কারখানা এবং প্রতিষ্ঠানে উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সম্পূর্ণ ম্যানুয়েল। একটি দল তৈরি করতে, উদ্ভাবনের সুযোগ খুঁজে বের করা, উদ্ভাবনী প্রকল্পগুলো পরিচালনা করতে নির্দেশনা দেয় এটি। এছাড়া সমস্যার সমাধান করতে উদ্ভাবনী প্রকল্পটি সফল করতে এবং উদ্ভাবনের প্রতিলিপি বা পরিমাপ করতে এবং সর্বোপরি কারখানায়, উদ্ভাবনী সংস্কৃতি তৈরি করতে ধাপে ধাপে নির্দেশনা দেয়।
ইনোভেশন কনফারেন্স ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন।
এ ছাড়া বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, আইটিইটি প্রেসিডেন্ট শফিকুর রহমান, বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপউপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আমিন।
অনুষ্ঠানে ইনোভেশন কনফারেন্স-২০২৪ -এ ইনোভেশন প্রজেক্ট বাস্তবায়নের চ্যালেঞ্জ ও উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। টেক্সটাইল টুডে ২০১৮ সাল থেকে একটি ইনোভেশন হাব হিসেবে কাজ করছে। এটি তার ‘ব্যবহারিকভাবে পরীক্ষিত উদ্ভাবন মডেলের’ মাধ্যমে কারখানাগুলোকে সক্ষমতা সম্পন্ন করে।
আরও পড়ুন: ১৯ জানুয়ারি শুরু হচ্ছে ‘খাদি উৎসব-২০২৪’
এই নিয়মতান্ত্রিক পদ্ধতি কারখানাগুলোকে 'ইনোভেশন সার্কেল' নামক উদ্ভাবনী প্রকল্পগুলোর ধারণা, পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য নির্দেশনা দেয়। এর আওতায় রয়েছে সহায়তা, প্রশিক্ষণ, কর্মশালা এবং বিশেষজ্ঞ নির্দেশনার মাধ্যমে উচ্চ-প্রভাবশালী ক্ষেত্র খুঁজে বের করা যায়। এটি ক্রমাগত উদ্ভাবনের সংস্কৃতিকে উৎসাহিত করে।
'ইমপ্লিমেন্টিং ইনোভেশনস অ্যান্ড ইটস মেথড' শীর্ষক একটি কৌশলগত প্যানেল আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক ও বিটিএমের পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার, এপিএস গ্রুপের চেয়ারম্যান হাসিব উদ্দিন, সেন্ট্রো টেক্স লিমিটেডের পরিচালক (মার্চেন্ডাইজিং) তৌফিক আনোয়ার, আরক্রোমা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ ইসমাইল, ডাইসিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুর রহমান ও সাউথ ওয়েস্ট কম্পোজিট লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার শামীম রহমান।
আরও পড়ুন: তৈরি পোশাকের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এনবিআরকে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ