খুচরা বাজারে ৬০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। আর পাইকারি আড়তে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ৮৫ টাকায়।
এদিকে, লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের মূল্যে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তারা অভিযোগ করে বলেন, বাজারে পেঁয়াজের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ৯৫ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করা অনেকের পক্ষেই কষ্টকর হয়ে পড়েছে।
পেঁয়াজের মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিংয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
তবে ব্যবসায়ীদের দাবি, হঠাৎ করে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাজারে সংকট তৈরি হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, যথাযথভাবে সংরক্ষণ করতে না পারায় দেশে উৎপাদিত পেঁয়াজের ২৫ শতাংশ আগেই নষ্ট হয়ে গেছে। আর দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব নয়। এ কারণে পেঁয়াজ আমদানি করতে হয়। সরবারহ কমে যাওয়ার কারণে পেঁয়াজের মূল্য কেজি প্রতি ৩০ থেকে ৩৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
পাইকারি আড়তদার কামরুল হোসেন জানান, দেশে নতুন পেঁয়াজ উৎপাদন হবে আরও তিন মাস পর। নতুন পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত দেশে প্রায় সাত লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি রয়েছে। আর বাগেরহাট জেলায় প্রতিদিন গড়ে ১৮০ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা আছে।
যথাযথভাবে পেঁয়াজ সংরক্ষণ এবং উৎপাদন বাড়াতে সরকারি ভূমিকা জোরদার করার দাবি জানান জেলার ব্যবসায়ীরা।