২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান।
সোমবার সকালে রাজধানীর মিরপুরে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুলের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট নীতি) মাসুদ সাদিক ও ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার ড. মইনুল খান।
এবারের বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিম। প্রাণ-আরএফএল গ্রুপের বঙ্গ বেকারস লিমিটেড ও মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ সম্মাননা পেয়েছে।
এ বিষয়ে আতিউর রাসুল বলেন, ‘এটি নিঃসন্দেহে গর্বের বিষয়। এ সম্মাননা প্রাণ-আরএফএল গ্রুপকে ভবিষ্যতে আরও এগিয়ে নিতে বলিষ্ট ভূমিকা রাখবে।’