টি এশিয়া সিকিউরিটিস লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড -এর মধ্যে ব্রোকার সেবা প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে।
বৃহস্পতিবার বনানীর তাশিয়া সিকিউরিটিস লিমিটেড এর প্রধান কার্যালয়ে এ চুক্তি সাক্ষরিত হয়।
এই চুক্তির অধীনে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর পরিচালিত সকল মিউচ্যুয়াল ফান্ড তাশিয়া সিকিউরিটিস লিমিটেড থেকে সব ধরনের ব্রোকারেজ পরিষেবা পাবে।
তাশিয়া সিকিউরিটিস লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আনোয়ার হোসেন এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম এ চুক্তিতে সাক্ষর করেছেন।
এ চুক্তি দু’পক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক তৈরি করবে। পুঁজিবাজারে ধারাবাহিকতা রক্ষায় তাশিয়া সিকিউরিটিস লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড -এর মধ্যকার চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নগদ লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক , নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক , তাশিয়া সিকিউরিটিস লিমিটেড -এর পক্ষে চেয়ারম্যান আসওয়াদ আকসির মুজিব ওয়াসি, এফআইএসডিএস ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন ।
অপরদিকে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর পক্ষে আরও উপস্থিত ছিলেন শাহরিয়ার হাসান চৌধুরী উদয় (ম্যানেজার ফান্ড অপারেশন)।