করোনার মধ্যে অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে ভোক্তা ঋণের বিপরীতে সাধারণ সঞ্চিতি (জেনারেল প্রভিশন) সংরক্ষণের হার কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে অশ্রেণিকৃত ভোক্তা ঋণে ২ শতাংশ সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। আগে ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে সঞ্চিতি সংরক্ষণ করতে হতো।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক জানায়, এখন ভোক্তা ঋণের চাহিদা মেটাতে ও ব্যাংকগুলোকে উদ্বুদ্ধ করতে সব ধরনের অশ্রেণিকৃত ভোক্তা ঋণে ২ শতাংশ নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক পরিপত্রে বলা হয়, তবে বাড়ি নির্মাণ ঋণের বিপরীতে আগের মতোই এক শতাংশ সঞ্চিতি সংরক্ষণ করতে হবে।
এ নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।