শুক্রবার দুপুরে দেশীয় অনলাইন শপিং উৎসবের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এ সময় মন্ত্রী বলেন, ‘আমরা ৪র্থ শিল্প বিপ্লবে প্রবেশ করছি। সকল প্রচলিত ব্যবসা একদিন ডিজিটাল কমার্সে রুপান্তরিত হবে। আজ যা চ্যালেঞ্জ আগামীতে তা সফলতায় পরিণত হবে।’
ডাক ও টেলিযোযোগ মন্ত্রী বলেন, ই-কমার্স সেক্টরের আজকের উন্নতি এবং গ্রাহকদের আস্থা অর্জনের মূল ভূমিকা দেশীয় প্রতিষ্ঠানগুলোরই। তারাই ছোট ছোট উদ্যোগ নিয়ে ডিজিটাল কর্মাস শুরু করেছে।
তিনি আরও বলেন, আপনাদের উদ্যোগগুলোই দেশের ই-কমার্সকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি বাংলাদেশি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের তরুণরাই দেশকে বদলে দেবে।
ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, দেশীয় কোম্পানিগুলো সেবা দিতে এবং গ্রাহক সেবার মান উন্নত করতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ‘১০-১০’ দেশীয় অনলাইন শপিং উৎসব গ্রাহকের আস্থার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং দেশের ই-কমার্সকে এগিয়ে নিয়ে যাবে।
এতে ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দীন শিপন, প্রিয়শপের সিইও আশিকুল আলম খান, চালডাল ডট কমের সিইও জিয়া আশরাফ, পিকাবো ডট কমের মরিন তালুকদার এবং এক্সট্রার প্রতিষ্ঠাতা মঞ্জুরুল আলম মামুন বক্তব্য দেন।
উল্লেখ্য, দেশীয় ই-কমার্সের উন্নয়ন ও গ্রাহক পর্যায়ে উন্নত সেবা নিশ্চিত করতে দেশীয় ১৪টি ই-কমার্স কোম্পানি প্রতিবছরের ন্যায় এবারও দেশীয় ই-কমার্সের উন্নয়নে এ কর্মসূচি নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- রকমারি, আজকের ডিল, চালডাল, ডায়বেটিক স্টোর, প্রিয়শপ, পিকাবো, দ্যামল, বাংলা শপরার্স, স্টাইলিন, এক্সট্রা, লেইসফিতা, বিডিশপ, খাসফুড ও অথবা ডট কম। শনিবার থেকে আগামী ১০ দিন প্রতিষ্ঠানগুলো ফ্রি ডেলিভারিসহ বিভিন্ন অফার ঘোষণা দিয়েছে। এ সম্পর্কিত আরও তথ্য tenten.com.bd এ পাওয়া যাবে।