বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশন (বিটিটিসি) নির্ধারিত দামে চিনি বিক্রি হচ্ছে কিনা তা নিশ্চিত করতে বাজার মনিটরিং টিম অভিযান শুরু করবে।
মন্ত্রী আরও বলেন, পেঁয়াজের দাম বাড়তে থাকলে তারা আমদানির বিষয়টি বিবেচনা করবেন।
বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও বৈশ্বিক বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল হেলেনা কোনিগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
মুন্সি জানান, বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়ীদের বিটিটিসির সুপারিশ অনুযায়ী খোলা চিনি প্রতিকেজি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা কেজিতে বিক্রি করার জন্য জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘তারা এই দামে বাজারে চিনি বিক্রি করছে কিনা তা দেখার জন্য জাতীয় ভোক্তা সুরক্ষা অধিদপ্তর এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করা হবে।’
অল্প সময়ের মধ্যে বাজারে পেঁয়াজের দাম অনেক বেড়েছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এভাবে দাম বাড়তে থাকলে শিগগিরই ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ‘দেশীয় পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত হওয়ায় আমদানি কমানো হয়েছে। বাজার মনিটরিং করা হচ্ছে। পেঁয়াজের দাম বাড়তে থাকলে আমদানি বিবেচনা করা হবে।’