আবারও মার্কিন সাময়িকী ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় নাম উঠেছে বাংলাদেশি নাগরিক মুহাম্মদ আজিজ খানের। এবার সিঙ্গাপুরের ৪২তম শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে তাঁর নাম স্থান পেয়েছে। তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
শুক্রবার পর্যন্ত করা ফোর্বসের তালিকায় তার মোট সম্পদের পরিমাণ বলা হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার ।
আজিজ খান বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে সামিট শুরু করলেও পরবর্তীতে অবকাঠামোতে মনোযোগ দেন। সামিট বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স ও রিয়েল এস্টেট খাত নিয়ে কাজ করে।
ফোর্বসের ওয়েবসাইটে বলা হয়েছে , ২০১৯ সালে আজিজ খান সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ অংশীদারিত্ব ৩৩০ মিলিয়ন মার্কিন ডলারে জাপানের জেইআরএ-এর কাছে বিক্রি করেন। ফলে কোম্পানির মূল্য ১৫০ কোটি ডলারে দাঁড়ায়।
২০১৮ সালেও সিঙ্গাপুরের শীর্ষ ধনী হিসাবে তাকে তালিকাভূক্ত করেছিল ফোর্বস।
তাকে স্বপ্নদ্রষ্টা এবং জীবন্ত কিংবদন্তি বলা হয়, তাঁর ব্যবসায়িক বুদ্ধিমত্তা শুধুমাত্র অন্যদের জীবনকে উন্নত করার জন্য উৎসর্গিত, তিনি একজন সমাজসেবী এবং শিল্পের উৎসাহী ও অনুরাগী মানুষ।
২০১৯ সালে এই সেক্টরে তার অবদানের জন্য ‘এশিয়ান ওয়ান’ ম্যাগাজিনের পাওয়ার অ্যান্ড এনার্জি বিভাগের অধীনে তিনি 'গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার ২০১৮' হিসাবে স্বীকৃত হন।
ইতিমধ্যে, ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের সম্পদের সঙ্গে চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী শেনজেন মিন্ডরে বায়ো-মেডিকেল ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লি শিটিং সিঙ্গাপুরের ৫০ ধনী নাগরিকের তালিকায় শীর্ষে রয়েছেন।