ফলে মঙ্গলবার থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি হবে না।
সোমবার সন্ধ্যায় ভারতের হিলির ব্যবসায়ীরা এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে ২৭ মার্চ পর্যন্ত ভারতের কলকাতাসহ ৮০টি শহর লকডাউন করা হয়েছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার থেকে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। ফলে সীমান্তের ওপারে পেঁয়াজ, পাথর সহ বিভিন্ন পণ্যবাহী ৩ শতাধিক ট্রাক আটকা পড়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, গত ১৩ মার্চ থেকে নতুন এন্ট্রির মাধ্যমে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধের পর ১৪ মার্চ থেকে শুধু দুই দেশের ভেতরে অবস্থান করা যাত্রীরা চেকপোস্ট দিয়ে পারাপার করছিল।
তিনি বলেন, সোমবার বিকালে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ আমাদের ফোন করে জানিয়েছেন মঙ্গলবার থেকে ভারতীয় নাগরিকসহ বিশ্বের কোনো দেশের নাগরিককে তারা গ্রহণ করবে না। এমনকি বিভিন্ন কাজে গত ১৩ মার্চের আগে বাংলাদেশে আসা ভারতীয় নাগরিকদেরও তারা আর গ্রহণ করবে না। তবে দেশটিতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের নিজ দেশে ফিরতে বাধা দেয়া হবে না বলে জানিয়েছে তারা।