রপ্তানি খাতে নগদ প্রণোদনা সুবিধা ২০২৬ সাল পর্যন্ত বহাল রাখতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘যেহেতু ২০২৬ সাল পর্যন্ত নগদ সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে, তাই এটি বজায় রাখা প্রয়োজন।’
সম্ভব হলে কিছু ক্ষেত্রে প্রণোদনা বাড়াতেও তিনি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: এফবিসিসিআইয়ের বিদেশি বিনিয়োগ কমিটির চেয়ারম্যান হলেন ওয়াহিদ রায়হান
৩ ফেব্রুয়ারি এফবিসিসিআই সভাপতি মন্ত্রণালয়ে এ চিঠি দেন।
এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে তৈরি পোশাক ও চামড়াসহ ৪৩টি রপ্তানি খাতের নগদ সুবিধা চলতি বছরের জুন পর্যন্ত ছয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি এফবিসিসিআইয়ের আহ্বান