যদি ভেবে থাকেন আমেরিকা, আপনি ফেল। এটা হলো চীন। কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি এক গবেষণা চালিয়ে বলেছেন। ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে ২৪টি দেশের ৩৪ হাজার ব্যবহারকারীর তথ্য ও তালিকা নির্ণয় করে তারা জানিয়েছে। আচ্ছা চীন না হয় বোঝা গেলো, তারপর কে? সৌদি আরব, আছে মালয়েশিয়া। কিন্তু ১০ নম্বরে কে? ভাবুন একবার, নেপাল। তারা ভারত থেকে এগিয়ে? জি-তাই, ভারত ১৭ নম্বরে। সবই এশিয়ান দেশ। বরং ইউরোপ কমের দিকে। জার্মানি ও ফ্রান্স ২৩ ও ২৪ তম স্থানে।
এই ধরনের বড় আকারের গবেষণা কমই হয়েছে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের তথ্য নেয়া হয় পরিমাপের জন্য।
কিন্তু স্মার্টফোন ব্যবহার থেকে অনেক ধরনের মানসিক বৈকল্য ও শান্তি জন্মায়। তার হিসেবেও করে এই গবেষণা। তারা ‘স্মার্টফোন এডিকশন স্কেল’(এসএএস) ব্যবহার করে এই ক্ষেত্রে।
ইউরোপ, আমেরিকার অবস্থা কি রকম?
এই জরিপ মতে কানাডা দখল করে আছে সপ্তম স্থান আর মার্কিনিরা অনেক নিচে-১৮ মানে ভারতেরও নিচে। ফ্রান্স ২৩ আর জার্মানি ২৪। তুরস্ক , ইরান, মালয়েশিয়া সবাই এই তালিকায় আছে যেমন আছে নাইজেরিয়া। ইসরাইল আছে ১৩ নম্বর দখল করে।
কেন এক দেশে বেশি, অন্য দেশে কম সেটা বোঝার চেষ্টা চলছে তবে গবেষকরা বলছেন, হয়তো এশিয়ার সাবেকি সমাজে পারিবারিক ও সামষ্টিক যোগাযোগ রাখার একটা তাগিদ আছে যা স্মার্টফোন পূরণ করে। তবে এটা একেবারেই অনুমান।
স্মার্টফোন নেশা কত ব্যাপক?
আইপাস নামক যোগাযোগ সংস্থা আমেরিকা ও ইউরোপের ১৭০০ লোকের ওপর এক জরিপ চালায়। তাদের কয়েকটি তথ্য বেশ চমকানোর মতো:
কি সব অদ্ভুত ও উদ্ভট পরিস্থিতিতে মানুষ স্মার্টফোন ব্যবহার করার তাগিদ অনুভব করেন বা করেছেন তার কয়েকটি উদাহরণ:
* ৭ শতাংশ যৌন কর্মকালে
* মল ত্যাগ করতে গিয়ে ৭২ শতাংশ
* অন্তোষ্টক্রিয়ায় ১১ শতাংশ
* ৬১ শতাংশ জানায় ওয়াইফাই ছাড়া থাকা তাদের পক্ষে সম্ভব নয়
* এর চাহিদা যৌন কর্মের চেয়ে বেশি (৫৮ শতাংশ)
* জাঙ্ক ফুডের চেয়ে বেশি (৪২ শতাংশ)
* ধূমপানের চেয়ে (৪১ শতাংশ)
* মদের চেয়ে (৩৩ শতাংশ)
* মাদকের চেয়ে ৩১ (শতাংশ)
* গোসল করার চেয়ে বেশি (২৫ শতাংশ)
আর ১৯ শতাংশ বলেছে তারা মানব সঙ্গ ত্যাগ করতে পারবে কিন্তু ওয়াইফাই নয়।
২৪টি জরিপ করা দেশের তালিকা। পাশে ১-৬০ হিসেবে স্মার্টফোন জনিত মানসিক সমস্যার সূচক
২৪ দেশের তালিকা
১ . চীন (৩৬ .১৮)
২ . সৌদি আরবে (৩৫.৭৩)
৩ . মালয়েশিয়া (৩৫.৪৩)
৪ . ব্রাজিল (৩২ )
৫ . দক্ষিণ কোরিয়া (৩১.৬২)
৬ . ইরান (৩১.৫২)
৭ . কানাডা (৩১ .১১ )
৮ . টার্কি (৩০.৯২)
৯ . মিশর (২৯.৫৪)
১০. নেপাল (২৯.৪১)
১১ . ইতালি (২৮ .৮২)
১২ . অস্ট্রেলিয়া (২৮.৬১ )
১৩ . ইসরাইল (২৮.২৯ )
১৪ . সার্বিয়া (২৮ .১৬ )
১৫ . জাপান (২৭.৭১)
১৬ . যুক্তরাজ্য (২৭.৬৯)
১৭ . ভারত (২৭.২)
১৮ . যুক্তরাষ্ট্র (২৬ .৬৮ )
১৯ . রোমানিয়া (২৫.৫২ )
২০ . নাইজেরিয়া (২৪.৭৩ )
২১ . বেলজিয়াম (২৪.২৪)
২২ . সুইজারল্যান্ড (২৩.৪৫)
২৩ . ফ্রান্স (২০.২৯)
২৪ . জার্মানি (১৮.৪৪)
(প্রকাশিত মতামতের দায় লেখকের, ইউএনবির নয়)
পড়ুন: যোগ্য পাকিস্তানের কাছে চূর্ণ হলো বাংলাদেশি নারীদের অতি আত্মবিশ্বাস!