প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সারাদেশে বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগের মাধ্যমে আসন্ন নির্বাচন ঠেকানো যাবে না।
শুক্রবার (৩ নভেম্বর) তার নির্বাচনী এলাকায় (দোহার-নবাবগঞ্জ) বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এটি বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোটায় নামিয়ে আনবে।’
আরও পড়ুন: সালমান এফ রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের দেশে অরাজকতা সৃষ্টির আর কোনো সুযোগ দেওয়া হবে না। যারা সহিংস কর্মকাণ্ড করছে তাদের পুলিশের হাতে তুলে দিন।’
বিএনপির আল্টিমেটাম মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা শুধু হরতাল-অবরোধে উসকানি দিয়ে দেশের অর্থনৈতিক ক্ষতি করছে ও গ্রহণযোগ্যতাও হারিয়েছে।
তিনি বলেন, ‘এই ভুয়া আল্টিমেটাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। মানুষ আপনাদের আর বিশ্বাস করবে না। দেশের মানুষ বুঝে গেছে আপনারা দেশ চালানোর যোগ্য নয়।’
তিনি আরও বলেন, এ দেশে জোর করে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ‘এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড ত্যাগ করে নির্বাচনে অংশ নিয়ে আপনার জনপ্রিয়তা যাচাই করুন।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আপনারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারেন, তাহলে আমরা আপনাকে অভিনন্দন জানাব।’
ব্যবসায়ী সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের ১৫ বছরের উন্নয়নের কারণে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
দেশের অব্যাহত উন্নয়নের জন্য আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন করলেন সালমান এফ রহমান