অপরিকল্পিত নগরায়নের ফলে বাংলাদেশ এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বর্তমান ডামি সরকারের ধোঁকাবাজির উন্নয়নের কারণে বাংলাদেশ এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
অপরিকল্পিত নগরায়ন করে বন উজাড়, নদী ও খাল ভরাট এবং তাপ ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে সরকার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, বাংলাদেশ এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে পথচারীদের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণকালে রিজভী এসব কথা বলেন।
চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
রিজভী বলেন, সরকার পরিবেশ বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে বিভিন্ন এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে, যা দেশের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
আরও পড়ুন: উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি
তিনি বলেন, ‘এসব এলাকায় এখন আর গাছে ফল আসছে না। পুকুর, খাল-বিল, নদী-জলাশয় ভরাট করছে আওয়ামী লীগের লোকজন।’
তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের নেতারা লুটপাট করে বিপুল অর্থ বিদেশে পাচার করে সেকেন্ড হোম তৈরি করছে।
বিএনপি নেতা বলেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশকে লুটপাটের আখড়ায় পরিণত করেছে। ফলে ডলার সংকটের কারণে তারা বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছেন না। দুর্নীতি ও লুটপাটে দেশ ধ্বংস হয়ে গেছে।’
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্র ও মানুষের সব অধিকার কেড়ে নিয়েছেন। ‘এ কারণে জনগণ এখন আর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। সংসদ এখন বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে।’
তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রকামী মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে যাচ্ছে।
পরে রিজভী বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শান্তিনগর এলাকায় পথচারীদের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করেন।
আরও পড়ুন: ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা