আওয়ামী লীগে কখনো আর এই স্বাধীন দেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি, খুনিদের রাজনীতি এই বাংলাদেশে আর কখনো করতে দেওয়া হবে না।’
শুক্রবার (৩০ মে) বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভার্কুতা, তেঁতুলঝোড়া, ও আমিনবাজার ইউনিয়ন বিএনপির এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: জিয়াউর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৎ শাসক: কাদের গনি চৌধুরী
আমান উল্লাহ আমান আরও বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত হয়েছে বাংলাদেশ। ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা গণ জাগরনের একদিন আগেও বলেছিল, আওয়ামীলীগ পালায় না। একদিন পরেই তিনি তার গোষ্ঠীসহ পালাতে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন, ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুরুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন আসাদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, আশরাফুল আলমসহ সাভারের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের বিএনপি ও অংশ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।