আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউশনে দলের কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তিনি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
দলের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনাররা হলেন ইউসুফ হোসেন হুমায়ুন, সাহাবুদ্দিন চুপ্পু ও মশিউর রহমান।
জানা গেছে, নির্বাচন কমিশন প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী আহ্বান করবেন। একাধিক প্রার্থী না থাকলে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে শীর্ষ দুই নেতৃত্ব নির্বাচন করা হবে। এরপর কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী পরে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
জাতীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সারাদেশের অন্তত সাত হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন।
এর আগে দলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বাজেট, গঠনতন্ত্র সংশোধন ও ঘোষণাপত্র পাস হয়।