আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দেশকে রক্ষা করা, স্বাধীনতাকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি তাদের বাধা দিতে না পারি তাহলে আমাদের স্বাধীনতা থাকবে না।’
রবিবার (২ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ফখরুল আরও বলেন, ‘আমি আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি... সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে না পারলে স্বাধীন জাতি হিসেবে আমরা টিকে থাকতে পারব না।’
এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জিয়াউর রহমানের জীবন ও কর্মের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, 'তিনি একজন দূরদর্শী ব্যক্তি ছিলেন। কীভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায়, কীভাবে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায়, কীভাবে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা যায় সেসবই জিয়াউর রহমান করেছেন।’
তিনি বলেন, জিয়াউর রহমান যদি শুধু স্লোগান দিয়ে পরিচিত হন, তাহলে তার বিষয়ে সঠিক ধারণা পাওয়া যাবে না। তাকে বুঝতে হলে, জানতে হলে তার কাজের গভীরে যেতে হবে।’
মির্জা ফখরুল বলেন, 'পত্রিকা খুললে লুটপাট ছাড়া আর কিছুই পাবেন না। কারা লুটপাট করছে? যারা ক্ষমতার আসনে অধিষ্ঠিত। আপনি কল্পনা করতে পারেন? সেনাবাহিনীর সাবেক প্রধান, আইজিপি যিনি আমাদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। চোরাচালানে জড়িত সংসদ সদস্য।’
তিনি আরও বলেন, ‘তাদের কথা শুনলে এবং এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের শরীরী ভাষা দেখলে মনে হয়, তারাই আমাদের প্রভু।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ সে কোথায় গেল? পিস্তলটি দেখিয়ে বলতেন যে এটি তাকে কোনো কারণ ছাড়াই দেওয়া হয়নি, এটি তাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল। সে ব্যবহার করেছে... মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে... এখন সে কোথায়?’
ফখরুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কী হাস্যকর! রাষ্ট্র কিছুই জানে না। এখন তাহলে রাষ্ট্রের এই অবস্থা।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক লুট করা হয়েছে। সোনা উধাও হয়ে গেছে; কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের রিজার্ভ নিয়ে নেওয়া হচ্ছে, ব্যাংক থেকে কোটি কোটি ডলার গায়েব হয়ে যাচ্ছে।’
‘আপনি কি কল্পনা করতে পারেন যে কী হচ্ছে?’ প্রশ্ন রাখেন ফখরুল।
ফখরুল বলেন, চট্টগ্রাম শাখার একটি ব্যাংক থেকে ১৪৯টি ভরি স্বর্ণ চুরি হয়। কেন্দ্রীয় ব্যাংকের ভোল্ট থেকে যে স্বর্ণ উধাও হয়ে যাচ্ছিল তার তুলনায় এটি আসলে কিছুই নয়। ব্যাংক থেকে টন টন স্বর্ণ উধাও হয়ে যাচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চলে যাচ্ছে।
এ বিষয়ে তিনি বলেন, 'নো কেয়ার, নো অ্যাকাউন্টিবিলিটি, কিচ্ছু না। সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ঋণ নিয়ে আমাদের অর্থনীতি পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এই সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ঋণগ্রস্ত করে ফেলছে। এখন সেই ঋণের পরিমাণ এখন দাঁড়িয়েছে মাথাপিছু ১ লাখ ৫৫ হাজার টাকা।
রূপপুরসহ বিভিন্ন মেগা প্রকল্প দেশকে ঋণের ওপর নির্ভরশীল করে তুলেছে মন্তব্য করে তিনি বলেন, 'এসব প্রকল্পের ঋণ পরিশোধ করতে গিয়ে আমরা শেষ হয়ে যাব।’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, অধ্যাপক লুৎফর রহমান, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক শামসুল আলম লিটন ও ড. আবু নাছের।